হোম » Uncategorized » এবার আইপিএলে ভারত দলে এলেন তিন নতুন বিদেশি ক্রিকেটার

এবার আইপিএলে ভারত দলে এলেন তিন নতুন বিদেশি ক্রিকেটার

আওয়াজ অনলাইন : ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে আরম্ভ হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্বে। ভারত দলে এলেন তিন নতুন বিদেশি। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে এনেছে দুষ্মন্ত চামিরা ও টিম ডেভিডকে।

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে বিদেশিদের নিয়ে বড় সমস্যায় পড়েছিল। বিপাকে পড়ে নতুন বিদেশিদের সই করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। ব্যক্তিগত কারণ দেখিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর (আরসিবি) এর কোচের দায়িত্ব ছাড়লেন সাইমন কাটিচ।

অষ্ট্রেলীয় স্পিনার অ্যাডাম জাম্পার বদলে নেওয়া হয়েছে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ফিন অ্যালেনের পরিবর্ত হিসাবে নেওয়া টিম ডেভিডের ক্ষেত্রে। সিঙ্গাপুরের জাতীয় দলে খেলেন অষ্ট্রেলীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার। বিবিএলে পার্থ স্কচার্স, হোবার্ট হ্যারিকেনে খেলার পাশাপাশি পাকিস্তানের পিএসলে লাহোর কালান্দারস দলেও খেলেছেন ডেভিড। সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।
ছবি: সংগৃহীত।/এইচ.

Loading

error: Content is protected !!