হোম » Uncategorized » বগুড়ার  শিবগঞ্জে সরকারি মরছ বিলের পাড়ে অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ।

বগুড়ার  শিবগঞ্জে সরকারি মরছ বিলের পাড়ে অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ।

এম.এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে সরকারি ১৬ বিঘা মরছ  বিলের পাড়ে বিল ইজারাদার কর্তৃক অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।  জানা গেছে, শিবগঞ্জ উপজেলা জল মহল কমিটির সরকারি বিধি মোতাবেক  সর্বোচ্চ ডাকে ৩ বছরের জন্য  বেড়াবালা মৌজায় অবস্থিত  মরছ বিল পৌর এলাকার আকন্দপাড়া গ্রামের রেজাউল ইসলাম দুলু কে  জলমহল কমিটি ইজারা প্রদান করেন। হঠাৎ করে গত কয়েক দিন যাবৎ উক্ত বিলের পাড়ে তড়িঘড়ি
করে কলাম দিয়ে ইট দ্বারা অবৈধ ভাবে একটি ঘর নির্মাণ কাজ করছে।  এব্যাপারে বিল ইজারাদার রেজাউল  ইসলাম দুলু মুঠো ফোনে বলেন, সরকারি বিধি মোতাবেক ৩ বছরের জন্য আমি মরছ বিল ইজারা নিয়েছি। পাকা ঘর নির্মাণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিলের পার্শ্বে আমার দখলীয় জমিতে নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, বিষয়টি জানার পর শিবগঞ্জ ইউনিয়নের তহসিলদার ও সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

error: Content is protected !!