হোম » বিনোদন » আবারও হাসপাতালে ভর্তি নাসিরউদ্দিন শাহ

আবারও হাসপাতালে ভর্তি নাসিরউদ্দিন শাহ

বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ অুসস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন। তার ফুসফুসে সংক্রমণ পাওয়া গেছে। অভিনেতার এই দুঃসময়ে তার পাশে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ এবং সন্তানেরা।

নাসিরউদ্দিন শাহের শারিরীক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে অভিনেতার সহকারি জানিয়েছেন, ‘গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরউদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। এরপর ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর আর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকি‌ৎসায় সাড়া দিচ্ছেন।’

এ অভিনেতার দুটি ছবি গত বছর মুক্তি পেয়েছিল। যার একটি ছিল ‘মি. রক্সম’ এবং অপরটি ‘বন্দিস বন্দিত’। এ বছরের শুরুর দিকে তাকে ‘রামপ্রসাদ কি তেহরভি’তে দেখা গিয়েছিল। রুপালি পর্দার পাশাপাশি থিয়েটারেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন বছর ৭০-এর এই অভিনেতা। ফলে অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা।

Loading

error: Content is protected !!