হোম » Uncategorized » মিরসরাইয়ে বিএসআরএম এলাকায় লরি-বাস সংঘর্ষ ৫ যাত্রী আহত

মিরসরাইয়ে বিএসআরএম এলাকায় লরি-বাস সংঘর্ষ ৫ যাত্রী আহত

মিরসরাই  চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় বিএসআরএম সেলস সেন্টারের সামনে লরি-বাস সংঘর্ষে বাসের ৫ যাত্রী আহত হয়েছে। সোমবার ( ২৪ আগস্ট) দুপুর ১২ টায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, সোমবার সকালে বিএসআরএম সেলস সেন্টারের সাসনে রড বোঝায় লরি ঘুরানোর সময় চট্টগ্রাম থেকে বসুরহাটগামী একটি যাত্রীবাসী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে আহতদের শারীরিক অবস্থা তেমন গুরত্বর নয়। প্রসঙ্গত, ঢাকা-চট্টগওাম মহাসড়কের বিএসআরএম কারাখানার সড়কে সামনে দাঁড়িয়ে থাকা লরির সাথে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

Loading

error: Content is protected !!