হোম » Uncategorized » চন্দনাইশ দোহাজারীতে ২৪৯ শতক জমির মালিক জুলফিকার আলী’র নামে খাস জমি বন্দোবস্তি

চন্দনাইশ দোহাজারীতে ২৪৯ শতক জমির মালিক জুলফিকার আলী’র নামে খাস জমি বন্দোবস্তি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভাধীন ২৪৯শতক জমির মালিক জুলফিকার আলীর নামে খাস জমি বন্দোবস্তি জানা যায়, দোহাজারী পৌরসভা ওবাইদুর রহমানের ছেলে জুলফিকার আলী’র নামে মৌরশী, এজমালি ও খরিদা সূত্রে ২৪৯ শতক জমি রয়েছে। নিজেকে ভূমিহীন, অসহায় দাবি করে দোহাজারী মৌজার ১ নং খাতিয়ানের ১১৭৩ দাগে ৭ শতক , ৩৮৬৭ দাগে ২০ শতক সর্বমোট ২৭ শতক ভূমি উপজেলা ভূমি অফিসের ২৯/৯৩-৯৪ মামলা মূলে বন্দোবস্তির আবেদন করে।
যা পরবর্তীতে নিজের নামে বন্দোবস্তি আছে বলে বহুতল মার্কেট নির্মাণধীন রয়েছে । মৌজা মূল্য ছাড়া বর্তমান বাজার মূল্যে এই ২৭ শতক ভূমির মূল্য প্রায় ৪ কোটি টাকা। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমকে বার বার অভিযোগ করেও অজানা কারণে প্রতিকার পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, চাগাচর মৌজার বিএস ৬৮১ নং খতিয়ানে ৫৪ শতক, হাতিয়া খোলা মৌজার বিএস ১০২ নং খতিয়ানে ১৫০ শতক, দোহাজারী মৌজার ৪৪২ নং খতিয়ানে ২১ শতক, ৬০৫ নং খতিয়ানে ৩ শতক,২৬০ নং খতিয়ানে ৭ শতক, ৪১৪ নং খতিয়ানে ৫ শতক, ৫৪৪ নং খতিয়ানে ১ শতকসহ বিভিন্ন খতিয়ান মূলে প্রায় ৫ একর ভূমি জুলফিকার আলী’র নামে প্রচার আছে।
error: Content is protected !!