হোম » খেলা » মেসি ম্যাজিকে মায়ামির বড় জয়

মেসি ম্যাজিকে মায়ামির বড় জয়

আওয়াজ অনলাইন: অধিনায়ক হিসেবেও শুরুটা দুর্দান্ত হলো লিওনেল মেসির। নিজে দুটি ও সতীর্থদের দিয়ে করালেন আরও একটি গোল। তার এমন পারফরম্যান্সের দিনে কপাল পুড়েছে আটলান্টার। লিগ কাপের ম্যাচটিতে ৪-০ গোলে জিতেছে ইন্টার মায়ামি। 

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুরু থেকেই তার আগুনে পারফরম্যান্সে দিশেহারা হয়ে পড়ে আটলান্টা উইনাইটেড।

গোল পেতেও এদিন বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইন্টার মায়ামির। ম্যাচের ৮ মিনিটে মিডফিল্ড থেকে বুসকেটসের বাড়ানো বলে প্রথম শর্ট পোস্টে লাগলেও ফিরতি শটে আর ভুল করেননি মেসি।

২২ মিনিটে আবারও দৃশ্যপটে আর্জেন্টাইন অধিনায়ক। ফিনল্যান্ড মিডফিল্ডার রবার্ট টেইলরের অ্যাসিস্টে লিওনেল মেসির চমৎকার ফিনিশিংয়ে ২-০ তে এগিয়ে যায় গোলাপি জার্সিধারিরা। বিরতির এক মিনিটে আরও একটি গোল পায় ইন্টার মায়ামি।

দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলে ম্যাচের ৫৩ মিনিটে ৪-০তে এগিয়ে যায় গোলাপি জার্সিধারীরা। মেসির বাড়ানো বলেই জোড়া পূর্ণ করলেন ফিনিশ মিডফিল্ডার রবার্ট টেইলরা।

শেষদিকে পেনাল্টি পেয়ে আর্জেন্টাইন সেনসেশন থিয়াগো আলমাদার ভুলে ব্যবধান কমাতে পারেনি আটলান্টা।

টানা দুই জয়ে লিগ কাপের নকআউটে নাম লেখালো জিততে ভুলে যাওয়া ইন্টার মায়ামি।

Loading

error: Content is protected !!