হোম » খেলা » কানাডা লিগে জয় পেল সাকিব-লিটনের দল

কানাডা লিগে জয় পেল সাকিব-লিটনের দল

আওয়াজ অনলাইন: কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের আলাদা ম্যাচে জয় পেয়েছে সাকিবের মন্ট্রিল টাইগার্স ও লিটনের সারে জাগুয়া। টরোন্টো ন্যাশনালকে ২০ রানে হারিয়েছে জাগুয়া আর ভাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে মন্ট্রিল টাইগার্স।

দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বৃষ্টি বাধায় ১৮ ওভারের ম্যাচে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে সারে জাগুয়া। বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস করেন ২১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন পাকিস্তানের ইফতিখার আহম্মেদ।

জবাবে, ৯ উইকেট হারিয়ে ১২১ রানের বেশি করতে পারেনি টরোন্ট।

অন্য ম্যাচে, মন্ট্রিল টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করে ফখর জামানের হাফ সেঞ্চুরিতে করে ১৪৯ রান করেন ভাঙ্কুভার নাইটস। জাবাবে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় মান্ট্রিল টাইগাস।

ব্যাটে-বলে এদিন আলো ছড়াতে পারেনি সাকিব আল হাসান।

Loading

error: Content is protected !!