হোম » খেলা » প্রথম বলেই মাসুদের সাফল্য, শুরুতেই ধাক্কা টাইগার শিবিরে

প্রথম বলেই মাসুদের সাফল্য, শুরুতেই ধাক্কা টাইগার শিবিরে

আওয়াজ অনলাইন: চার বছর পর আফগানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর আট বছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামা টাইগাররা শুরুতেই ধাক্কা খেয়েছে।

মিরপুরে সাতসকালে টাইগার শিবিরে আঘাত হেনেছেন প্রথমবার টেস্ট খেলতে নামা নিজাতউল্লাহ মাসুদ। প্রথম বলেই সাফল্য পেয়েছেন এই ডানহাতি পেসার।

তার অফ স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন জাকির হাসান।

আফগানিস্তানের ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে দ্রুত রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। টিভি রিপ্লেতে দেখা যায়, উইকেটরক্ষকের হাতে বল যাওয়ার আগে জাকিরের ব্যাটোর কানা বল ছুঁয়েছে।

দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভেঙে উল্লাসে মাতে আফগানিস্তান। দুই বল খেলে এক রান করে সাজঘরে ফেরেন জাকির।

এর আগে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক শাহিদি।

Loading

error: Content is protected !!