হোম » খেলা » ডোমারে শতবর্ষী বিদ্যাপিঠে বিদায়,বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডোমারে শতবর্ষী বিদ্যাপিঠে বিদায়,বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপিঠ ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

৬ষ্ঠ শ্রেণির ছাত্রদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২মার্চ) সকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় নিজস্ব হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির
সভাপতি আখতারুজ্জামান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবিউল আলম।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রশিদ বসুনিয়া সজীব,রাশেদুজ্জামান রাশেদ,উজ¦ল কানজিলাল,সহকারী শিক্ষক ও জেলা পরিষদ সদস্য মেহেরুন আখতার পলিন ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ক্রিড়া
প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

error: Content is protected !!