হোম » রাজনীতি » কুবি শাখা ছাত্রলীগের তথাকথিত পার্টি অফিস ছিল ‘টর্চার সেল’!

কুবি শাখা ছাত্রলীগের তথাকথিত পার্টি অফিস ছিল ‘টর্চার সেল’!

সজীব আহম্মেদ রিমন: গত ৬ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হবার পর বিগত কমিটির নেতাকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হওয়া বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী মুখ খুলেছেন। তাদের আলোচনায় উঠে এসেছে শাখা ছাত্রলীগের তথাকথিত পার্টি অফিস ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহারের অভিযোগ।
গত ৬ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন গ্রুপে সাবেক শিক্ষার্থীদের লেখায় বিষয়গুলো উঠে আসে।
বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘সাবেক সভাপতি নাজমুল হাসান আলিফ ভাইয়ের পক্ষে ফেসবুকে পোস্ট করার কারণে আমাকে ইলিয়াস হোসেন সবুজ ভাই তার রুমে ডেকে নিয়ে রুম বন্ধ করে এবং এলাকার ক্যাডার ও বড় ভাইকে দিয়ে মাথায় পিস্তল ঠেকানোর পাশাপাশি স্টাম্প ও রড দিয়ে নির্মমভাবে পিটিয়েছিলো।’
তিনি আরও বলেন, ‘ইলিয়াস হোসেন সবুজ ভাই সভাপতি হওয়ার পর অতীতে উনার ভিন্ন মেরুতে রাজনীতি করা অসংখ্য শিক্ষার্থীকে হল থেকে পিটিয়ে ও হুমকি দিয়ে বের করে দিয়েছিলো।
কয়েকবছর আমিসহ সেসকল শিক্ষার্থীর শিক্ষাজীবন ছিল মায়ানমার থেকে বাংলাদেশে আসা উদ্বাস্তু রোহিঙ্গা শরনার্থীদের মতো। নির্যাতনের ভয়ে নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতাম না আমরা। সেসময় ক্লাস পরীক্ষার জন্য ক্যাম্পাসে এসে নির্যাতনের শিকার হয়েছিলো আমার অনেক ভাই ও বন্ধু। এখন কি কেউ পারবে আমাদের সাথে ঘটা অন্যায়ের বিচার চাইতে?’
বিশ্ববিদ্যালয়ের বাংলা ৯ম ব্যাচের সাবেক শিক্ষার্থী এ জে রাব্বি বলেন, ‘হলের ছাদ থেকে ফেলে দেয়ার জন্য ছাদে উঠিয়েছিল এক বড় ভাই! ভাগ্য ক্রমে বেচে গেছি। অ্যাম্বুলেন্সে করে সেমিস্টার দিতে গেছি একবার, অসুস্থ হয়ে যদি যাইতাম তাও কথা ছিল! হলের গেট থেকে ১ পা-ও বের হলে পা কেটে ফেলবে এমন হুমকি পেয়ে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছিল।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাইসুল ইসলাম গোলাপ তার স্ট্যাটাসে বলেন, ‘সানন্দা মোড়ে মামুন ভাইয়ের দোকানে বিকাশ থেকে ১৫০০ টাকা তুললাম, টাকা টা আর পকেটে রাখার সৌভাগ্য হয়নি আব্বার কষ্টে পাঠানো ১৫০০ টাকা তখন ১৫ লক্ষ ছিলো আমার কাছে। সেটা ছিনিয়ে নিয়েছে।
আমাদের আটজনকে পার্টি অফিসে একসাথে আটকিয়ে আমার চোখের সামনে আমার দুই বন্ধুকে যেভাবে পিটালো, পিটিয়ে ২টা লাঠি ভেঙে ফেলছিলো। এই মারার দৃশ্য দেখার পর এক সপ্তাহ মানসিকভাবে অসুস্থ ছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবেনের পাশেই অবস্থিত ছাত্রলীগের পার্টি অফিস ছিলো একধরণের টর্চার সেল। সাবেক কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের প্রতিবাদে ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে কিন্তু কয়েক বছর আগে এদের মধ্যে কেউ কেউ ক্যাম্পাসে আধিপত্য ধরে রাখার জন্য বিভিন্ন কারনে শিক্ষার্থীদের মারধর করতো এবং টাকা-পয়সা হাতিয়ে নিতো। পান থেকে চুন খসলেই তাদেরকে ছাত্রলীগের পার্টি অফিসে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করতো।
তাদের এই নির্মমতার বর্ণনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক আরো কয়েকজন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী খায়ের খান বলেন, কোন এক কারনে পার্টি অফিসে বিচারের সম্মুখীন হয়েছিলাম। বিচার শুরু হয়েছিল তথাকথিত সিনিয়রদের গনধোলাই দিয়ে। আমাকে সেমিস্টারের মাঝেই নির্মমভাবে মারা হয়েছিলো অজ্ঞান হয়ে গেছিলাম ক্যাফে হিলের ভেতর।
নাম প্রকাশে অনিচ্ছুক ৯ম ব্যাচের এক ছাত্র বলেন, আলিফ গ্রুপের ছিলাম! সেটাই অপরাধ। বার বার আমাদের (বর্তমান শেষ হাসিনা হলের নির্মাণাধীন বিল্ডিং এর পাশের) পার্টি অফিসে নিয়ে বিচার করতো। প্রতিদিন একই কায়দায় ছেলেদের মারতো। তার পরেও মন ভরেনি। যখন বুঝেছে আমরা ছাত্রলীগ ছাড়বোনা! হলেই থাকবো! তখন নতুন বুদ্ধি করলো।
মুসলমান বন্ধুদের কোরআন ছুঁইয়ে শপথ করানো হলো! আর সনাতনীদের গীতা। গীতা এনেছিল ৫০১ নং রুম থেকে। আর কোরআন এনেছিল ২০৬ থেকে। ইলিয়াস ভাইয়ের নির্দেশে সেদিন শপথ করিয়েছিল মাসুদ ভাই আর বিদ্যুত ভাই। আরো কয়েকজন ছিল। সবার নাম মনে পড়ছেনা এখন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ওরফে ইলিয়াস মিয়া বলেন, ‘এটি একটি বৃহৎ সংগঠন। এখানে নানা ধরনের সমস্যা হয়ে থাকে নেতাকর্মীদের মাঝে। সংগঠনের অভিভাবক হিসেবে সেটা সমাধানের জন্য পার্টি অফিসে ডেকে কথা বলে সমাধান করা হতো। কাউকে টর্চার করা হতো না। কেউ বলতে পারবে না, আমি কখনো কাউকে অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরেছি।’
error: Content is protected !!