হোম » ধর্ম » বিজয়ার শোভাযাত্রা ছাড়াই সমাপ্ত হচ্ছে দুর্গোৎসব

বিজয়ার শোভাযাত্রা ছাড়াই সমাপ্ত হচ্ছে দুর্গোৎসব

বিজয়া দশমীর পূজার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহামারী করোনাভাইরাসের কারণে এবারের দুর্গাপূজা আয়োজন ছিল অনেক সীমিত। এবার মন্দিরে আলোকসজ্জা, সাংস্কৃতিক উৎসব, আরতি ও প্রসাদ বিতরণও করা হবে না। এ ছাড়া দশমীর দিনে বিজয়ার শোভাযাত্রাও এবার হবে না। আজ সকাল থেকে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হয়েছে। পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে।
এর পর রাজধানীর বিভিন্ন মন্দির থেকে বুড়িগঙ্গা বা নিকটবর্তী কোনো জলাধারে প্রতিমা বিসর্জন দেয়া হবে। করোনার কারণে এবারের অষ্টমীতে মহানবমীর দিনে রাজধানীর মন্দিরগুলোয় প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। ২২ অক্টোবর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজা। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়। ভক্তদের অঞ্জলি আরতি গ্রহণ করে আজ গজে বিদায় নিচ্ছেন দেবী। গজে বিদায়ের তাৎপর্য হলো– ‘শস্যপূর্ণ বসুন্ধরা’ অর্থাৎ ফলে-ফসলে সমৃদ্ধ হবে দেশ। এবার সারা দেশে ৩০ হাজার ২১৩টি পূজার মণ্ডপ হয়েছে। গত বছর পূজা হয়েছিল ৩১ হাজার ৩৯৮টি। এবার ঢাকা মহানগরে পূজা হয়েছে ২৩২টি।
error: Content is protected !!