হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনট বানিয়াজান বারোয়ারী  দূর্গা মন্দিরে হামলার চেষ্টা থানায় অভিযোগ। 

বগুড়ার ধুনট বানিয়াজান বারোয়ারী  দূর্গা মন্দিরে হামলার চেষ্টা থানায় অভিযোগ। 

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের বানিয়াজান বারোয়ারী শ্রী শ্রী দূর্গা মন্দিরে স্থানীয় বখাটেরা হামলা করে প্রতিমা ভাঙ্গার চেষ্টা করেন। এ ঘটনায় মন্দিরের সভাপতি শ্রী জিতেন্দ্র নাথ ২৬ অক্টোবর সকালে ধুনট থানায় শিমুল বাড়ি গ্রামের হায়দার আকন্দর ছেলে সবুজ মিয়া ,মজিদ আকন্দ ছেলে নাজমুল মিয়া ও  হামিদ আকন্দের ছেলে মঞ্জু মিয়াসহ অজ্ঞাত ১০/১৫  জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
ধুনট থানার লিখিত অভিযোগ সূত্রে  জানা যায়,(২৫ অক্টোবর) ২০২০ইং রবিবার এশার নামাজের বিরতির পর আরতি শুরু হয়।এ সময় উল্লেখিত ব্যক্তিগন ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে সঙ্ঘবদ্ধভাবে  মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা উপস্থিত মা বোনদের সাথে অশালীন আচরণ করতে থাকে। তাদের এহেন আচরণের প্রতিবাদ করলে আরও ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র লাঠি সোটা হাতে প্রতিমা ভাঙ্গার উদ্দেশ্যে মন্দিরে প্রবেশের চেষ্টা করে।পূজা উদযাপন কমিটির সদস্য ও গ্রামবাসীর বাধার মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। যাওয়ার সময় তারা পুনরায় হামলা ও গোসাইবাড়ি বাজারে যাকে পাবে তাকেই মারার হুমকি প্রদান করেন।
 উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে শান্ত হওয়ার আহবান জানান এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সংবাদকর্মীদের জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
error: Content is protected !!