হোম » রাজনীতি » আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা

জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২শে নভেম্বর) সকাল ১১টায় দলীয় অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান শামসুল হক, সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়ার্দার, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু  জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা করা হয়।

Loading

error: Content is protected !!