হোম » অন্যান্য বিভাগ » নাটোরে মসজিদের সামনে থেকে ইজিবাইক চুরি

নাটোরে মসজিদের সামনে থেকে ইজিবাইক চুরি

নলডাঙ্গা প্রতিনিধি: নামাজ পরতে গিয়ে একমাত্র উপার্জনের ইজিবাইক হারিয়ে নিঃস্ব হলেন নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামের জসিম উদ্দিন। এখন তার ৬ সদস্যের সংসার ও সাপ্তাহিক কিস্তি চালাতে হিমসিম খেতে হচ্ছে। 
গত ১ সেপ্টেম্বর শুক্রবার জীবিকা নির্বাহের তাগিদে শহরে গাড়ি নিয়ে ভাড়া মারতে থাকে, জুম্মা নামাজের জন্য শহরের চামরাপট্টি মসজিদ সামনে গাড়ি রেখে নামাজে পড়তে যান জসিম উদ্দিন,নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখে একমাত্র উপার্জনের মাধ্যম তার ইজিবাইকটি নির্ধারিত স্থানে নেই, অনেক খোজা খুজি করে না পেলে, জসিম উদ্দিন মসজিদে থাকা সিসি ফুটেজ নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজে চোর সনাক্ত হলেও চোরকে গ্রেফতার করতে পারেনি নাটোর সদর থানা পুলিশ, জসিম উদ্দিন একজন দরিদ্র, ৬ সদস্যদের পরিবার নিয়ে অনাহারে দিনানিপাত করছেন, তিনি জানান ৩টি এনজিও থেকে লোন নিয়ে ইজিবাইকটি ক্রয় করেন,তার আয়ের পথ বন্ধ হওয়ায় তার পরিবার নিয়ে অসহায় হয়ে পরেছেন,
এ ব্যাপারে সদর থানায় বারবার যোগাযোগ করলেও বিষয় গায়ে মাখাননি নাটোর সদর থানা পুলিশ, ভুক্তভোগী জসিম উদ্দিনের দাবি গণমাধ্যম সহ প্রশাসনের মাধ্যমে তার এই ছিনতাইকৃত  ইজিবাইকটি উদ্ধারের জন্য জোর দাবি জানিয়েছেন।
error: Content is protected !!