হোম » অন্যান্য বিভাগ » যমুনা নদীতে বালুমহাল এলাকার বাইরে বালু উত্তোলন: ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

যমুনা নদীতে বালুমহাল এলাকার বাইরে বালু উত্তোলন: ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুমহাল এলাকার বাইরে বালু উত্তোলনের অপরাধে মো নজরুল ইসলাম নামের এক বালু ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ আগস্ট) সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া গ্রামের মো: নজরুল ইসলাম।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাকিবুল হাসান বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল এলাকার বাইরে বালু উত্তোলনের অপরাধে মো: নজরুল ইসলাম নামের একজন বালু ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
error: Content is protected !!