হোম » অন্যান্য বিভাগ » মহেশখালীতে টানা  বৃষ্টিতে তলিয়ে গেছে চালিয়াতলি সড়ক ও অলি-গলি

মহেশখালীতে টানা  বৃষ্টিতে তলিয়ে গেছে চালিয়াতলি সড়ক ও অলি-গলি

মোহাম্মদ খোরশেদ হেলালী: কক্সবাজারের মহেশখালীতে কয়েক দিনের প্রবল বৃষ্টি ও জলজটে একাকার নিম্নাঞ্চল। রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার প্রধান সড়কের কালারমারছড়া চালিয়াতলি গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি অর্ধেক অংশ। এতে বিপাকে পড়েছে লোকজন ও পাহাড়ী ঢলের পানিতে আটকা পড়ছে সড়কে চলাচলরত যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, ড্রেনের অব্যবস্থানা আর ময়লা-আবর্জনা ও নোংরা পানি এখন সড়কে।  এতে বেড়েছে জনদুর্ভোগ। পানি সরতে না পেরে অনেক দোকানপাটের ভেতর পানি ঢুকে গেছে।
উক্ত সড়কের দায়িত্বপ্রাপ্ত কাজের ঠিকাদারি প্রতিষ্টান মীর আকতার কোম্পানী চালিয়াতলি সড়কের অর্ধেক অংশে কাজ না করায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানিয় ব্যবসায়ী এনাম সওদাগর ।
গতকাল রবিবার ভোর থেকে ভারী বৃষ্টিপাতে আরোও ভয়াবহ রূপ নিয়েছে উক্ত সড়কে।
উক্ত সড়কের জনদুর্ভোগের পরিত্রাণ চাই বলে জানিয়েছেন স্থানিয় বাসিন্দা নুরুল ইসলামসহ অনেকে।
সড়কের কাজের বিষয়ে জানতে মীর আকতার কোম্পানীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কথা বলা সম্ভাব হয়নি।
error: Content is protected !!