হোম » অন্যান্য বিভাগ » বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক (বিপিএএ) বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ পাওয়ায় তাঁকে উপজেলা প্রেসক্লাব, বদলগাছীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

৬ আগষ্ট রবিবার বিকাল ৩ টায় তাঁর অফিস কক্ষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোঃ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়াও বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীগণও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ব্যতিক্রমধর্মী কিছু সেবামূলক কার্যক্রম চালু করে মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে তাঁকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ প্রদান করেন।

তাঁর উদ্ভাবনী চিন্তা চেতনার ফল সরূপ সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি
হাসপাতালে জরুরী পরিষেবামূলক কার্যক্রম শুরু হয়েছে।

Loading

error: Content is protected !!