হোম » অন্যান্য বিভাগ » শেরপুরে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

শেরপুরে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

আওয়াজ অনলাইন: শেরপুরে ৪৭২ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এসময় দুটি ডিজিটাল ওয়েট মেশিন, সীমসহ তিনটি মোবাইল ফোন, দুইটি রূপার চেন জব্দ করা হয়েছে। 

সোমবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

আটকরা হলেন, গৌরিপুর এলাকার মো. সুলতান মাহমুদ বাবু (৪২) ও তার স্ত্রী মুন্নি খাতুন (১৯)। এর আগে সোমবার বিকেলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে মধ্যশেরী এলাকার মো. রফিকুল ইসলামের তিন তলা বাসায় অভিযান চালায় র‍্যাব। এসময় অভিযুক্তরা একটি প্লাস্টিকের ব্যাগ নিচে ফেলে দেয়। পরে স্থানীয়দের সামনে ব্যাগটি খুলে দেখা যায়, এতে হেরোইন আছে।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, তার দীর্ঘদিন যাবত ভ্রাম্যমাণ অবস্থায় খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে র‍্যাব বাদি হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছে।

Loading

error: Content is protected !!