হোম » অন্যান্য বিভাগ » গাজীপুরে ট্রেন বিকল, দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

গাজীপুরে ট্রেন বিকল, দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

আওয়াজ অনলাইন: গাজীপুরে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে হয়ে গেছে। পরে রিলিফ ট্রেনের মাধ্যমে মেরামতের পর রেল চলাচল স্বাভবিক হয়। এসময় প্রায় পৌনে দুই ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে জয়দেবপুর-গফরগাঁও রেলপথের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে যাত্রীবাহী ওই কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন পার হয়ে শ্রীপুর স্টেশনের আড়াই কিলোমিটার দূরে লোহাগাছ এলাকায় এলে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। এসময় ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ রিলিফ ইঞ্জিন খবর দেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে  শ্রীপুর স্টেশন থেকে সকাল সাড়ে সাতটায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পৌনে সাতটার দিকে ওই স্থানে ইঞ্জিন বিকল হয়। ৯টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি শ্রীপুর স্টেশনে নিয়ে আসা হয়। মেরামত প্রক্রিয়া শেষে প্রায় দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

error: Content is protected !!