হোম » অন্যান্য বিভাগ » জামালপুরের শাহবাজপুর বাজারে নব নির্মিত মার্কেট ভবনের উদ্বোধন 

জামালপুরের শাহবাজপুর বাজারে নব নির্মিত মার্কেট ভবনের উদ্বোধন 

রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে নব নির্মিত মার্কেট ভবনের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। 
মার্কেট উদ্বোধনকালে এমপি মোজাফফর হোসেন বলেন,  বিগত এক যুগ ধরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ইশতেহারে চলা বর্তমান বাংলাদেশে অনেক উন্নয়নে সাফল্যগাথা রয়েছে। আর বর্তমান সরকারের ‘সকল গ্রাম হবে শহর’ ঘোষণার  বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গ্রামীণ কৃষিভিত্তিক সমাজেও এক নতুন শহুরে হাওয়া লেগেছে। যার একটি উদাহরণ হলো গ্রামীণ বাজার গুলোতে এমন অত্যাধুনিক মার্কেট ভবন নির্মাণ।
তিনি আরও বলেন,  আমাদের গ্রামীণ জীবনে এমন পরিবর্তন সম্ভব হয়েছে মানবতার মা বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের ফলে। আজ তারই প্রচেষ্ঠায় ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ কে ক্ষমতায় আনতে হবে।
শনিবার দুপুরে শাহবাজপুর বাজারে মার্কেট উদ্বোধন কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. বরকত উল্লাহ, জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি একরামুল হক ফেরদৌস তালুকদার, সদস্য হাবিবুর রহমান দুলাল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন  সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ছাইদুল ইসলাম শিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী খান, সহ সভাপতি আলমগীর হোসেন,  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইশরাত জাহান রোজী, ইউনিয়ন  কৃষকলীগের সভাপতি আয়নল হক, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক ফাইজুর আকন্দ বিপ্লব, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আকন্দ, ইউনিয়ন  যুব মহিলা লীগের আহবায়ক কামরুন্নাহার কাকুলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়,  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দ্বিতল মার্কেট ভবনটি নির্মাণ করতে ব্যায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ টাকা।
error: Content is protected !!