হোম » অন্যান্য বিভাগ » মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছেন বর্তমান সরকার….  এমপি মোজাফফর হোসেন 

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছেন বর্তমান সরকার….  এমপি মোজাফফর হোসেন 

রবিউল হাসান লায়ন : জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন বলেছেন, অতীতে মাদ্রাসা শিক্ষা চরমভাবে অবহেলিত ছিল।
বর্তমান সরকার ইসলামী শিক্ষার পুনর্গঠনে নানা যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় করে যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ অবকাঠামো উন্নয়নেও পদক্ষেপ নিয়েছে।
শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছায় বানারেরপাড় ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার নব নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিক্ষার্থী যেন নৈতিক, সৎ মানুষ হওয়ার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানেও সমানভাবে দক্ষ হয়ে দেশের সেবায় ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় পড়ুয়াদের আর হেয় করে দেখার সুযোগ নেই।  ইতিমধ্যে তারা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় নিজেদের অবস্থান করে নিয়েছেন।
এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি গবেষণার জন্য ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন আর তারই সুযোগ্য কণ্যা  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার বাংলাদেশের প্রতি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে করছে। সারা বিশ্বে এই প্রথম কোনো সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করেছে।
অত্র মাদ্রাসার সভাপতি ফারুক হোসেন শাহীন এর সভাপতিত্বে এসময় আরও  বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্থানীয় চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একে এম ফজলুল হক প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে মেসার্স আব্দুল মান্নান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করে।
error: Content is protected !!