হোম » অন্যান্য বিভাগ » ধুনটে ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

ধুনটে ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে গলায় ফাঁস লাগিয়ে ফাহমিদ হাসান ফাহিম শুভ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা ঘটনা ঘটেছে।

রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র শেরপুর উপজেলার খন্দকার  টোলা পূর্ব পাড়া এলাকার সুলতান সেখ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্বওমী মাদ্রাসার ছাত্র শুভ নানার বাড়িতে থেকে ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামে একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ঈদের ছুটিতে নানার বাড়ি থেকে শেরপুর নিজ বাড়িতে যায়।

মাদ্রাসায় পড়ার চাপ থাকায় বেশ কিছুদিন যাবত সে মাদ্রাসায় যেতে আপত্তি করে। গত শনিবার পরিবারের লোজকন তাকে মাদ্রাসায় পরার জন্য নানা ফরিদ উদ্দিনের বাড়ি পাঠিয়ে দেয়।

ছুটি শেষে মাদ্রাসায় আসার উদ্দেশ্য রওনা হয়ে হুকুমআলী বাসট্যান্ড এলাকার উল্লাপাড়ায় নানার বাড়িতে এসে তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Loading

error: Content is protected !!