হোম » অন্যান্য বিভাগ » ধুনটে ১লক্ষ ৫৫ হাজার টাকার গাছ কর্তনের অভিযোগ

ধুনটে ১লক্ষ ৫৫ হাজার টাকার গাছ কর্তনের অভিযোগ

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীর আলম ওরফে হাবিল সরকার (৪৫) নামে একজনের রোপনকৃত গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত ২৪ই মে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে  উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামে ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম ওরফে হাবিল সরকার বাদি হয়ে প্রতিবেশী মৃত মজিবর রহমান সরকার এর ছেলে কবিল সরকার (৩৮), মোমিন সরকার (৩৫), শহিদুল ইসলাম (৪৫), শাহিন আলম (৩৯), ও শহিদুল ইসলাম এর ছেলে রবিন (২৮), কাবিল এর ছেলে  রাকিব (২৭), বিবাদি করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মজিবর রহমান সকারের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে হাবিল সরকার সঙ্গে প্রতিবেশী কাবিলের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ২৪ মে জাহাঙ্গীর আলমের জমিতে রোপনকৃত ১২টি ইউক্যালিপ্টাস ও ৭ টি মেহগনি গাছ কেটে ফেলে প্রতিপক্ষ। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম গাছ কাটা বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে।

পরে জাহাঙ্গীর আলমের ডাক চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে নানা রকম হুমকি দিয়ে চলে যায়।

পরে ধুনট থানায় ৬ জনকে বিবাদি করে লিখিত অভিযোগ দেয় জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে ধুনট থানার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!