হোম » অন্যান্য বিভাগ » আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন – জাহাঙ্গীর কবির

আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করলেন – জাহাঙ্গীর কবির

চাটখিল প্রতিনিধি:  ১লা মে বিদ্যুৎতের আগুন পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ী ও অটোরিকশা শ্রমিকদে মাঝে আর্থিক অনুদান সহযোগিতা প্রদান করা হয়েছে। 
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ৬ নং পাঁচগাও ইউনিয়নের আবু তোরাব গ্রামে গত ১ লা মে গভীরে রাতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। নিমিষেই আগুন ভস্মীভূত হয় কয়েকটি দোকান, এতে দোকানের ভিতরে থাকা আগুনে ৭ টি অটোরিকশা এবং ১ টি হুন্ডা সহ গ্যাসের বোতল পুড়ে চাই হয়ে যায়।
৫ মে (শুক্রবার) সকালে ১০ টায়  চাটখিল উপজেলা  আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ১১টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। ব্যবসায়ী ও অটোরিকশা শ্রমিকের মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইউপি সদস্য মানিক হোসেন, যুবলীগ নেতা আবু সাইদ তুষার প্রমূখ।

Loading

error: Content is protected !!