হোম » সাহিত্য » উনিশ বছর পরে-

উনিশ বছর পরে-

শেখ হান্নান:

“উল্লাপাড়া স্টেশন”
কবি আব্দুর রশিদ খান
উনিশ বছর পরে-
উল্লাপাড়ায় দেখা হলো আবার নতুন করে।
উনিশ বছর আগে-
রশনা বেগম দাঁড়িয়ে ছিলো সবার পুরোভাগে।
চোখের দেখা, মনের নেশায়, মত্তঝড়ের খেলা
রক্তে নাচন, বক্ষে কাঁপন, চিত্তে অবহেলা।
মনের আশা, মুখের ভাষা, সদ্য ফোঁটা পদ্ম
ঝরায় কেবল, দুইটি নয়ন নেশায় অনবদ্য।
রাত হলো দিন, দিন হলো রাত
সৃষ্টিছাড়া ঘূর্ণি হাওয়ায় ঘুর
বুঝে ছিলাম একটা নতুন সুর।
এরি মধ্যে উনিশ বছর বইলো কালের ধারা,
গাড়ির চাকায় মনকে বেঁধে এখন উল্লাপাড়া।
কাছে এলাম দূরে গেলাম, নতুন করে শপথ নিলাম
যুদ্ধ এলো চলে গেল, মড়ক এসে হাড় ছড়ালো।
স্বাধীনতার নতুন আলো, চোখ মেলে যে ধন্য হলাম।
কোথাকার সে রশনা বেগম?
জীবন যুদ্ধে কোন অতলে তলিয়ে গেলো।
দহননিশী রতন মনেই তবুও তার খানিক পরিচয়, মিথ্যা হবার নয়।
উনিশ বছর ধরেই রশনা বেগম
ছিলো আমার মনের ঘরে।
উনিশ বছর পরে-
উল্লাপাড়ায় রশনা বেগম এলেন হঠাৎ করে।
চিনতে পারা কঠিন বটে, চোখ দুটি তার ছাড়া,
স্বামী পুত্র মেয়ে নাতনি নিয়ে আত্নহারা।
এসে তিনি বলেছিলেন আগের দুচোখ তুলে
একটি বারও খবর নিতে হয়না বুঝি ভুলে।
দিব্যি মোটা দিব্যি খুশি, কানে হীরের ফুল
সত্যি একি রশনা বেগম? ভুল!
কয়টি ছেলে মেয়ে?
রশনা বেগম বলেছিলেন- একটি মেয়ে।
বলেছিলাম- বিয়ে আমার হয়নি আজো তাই-
দীপ্তিতে এক চমক দিয়ে
রশনা বেগম হয়ে গেলেন ছাই!
উল্লাপাড়ায় রওশন আমার চরম পরাজয়
উল্লাপাড়ায় হারিয়ে এলাম জীবন স্বপ্নময়।।
সংগ্রহ:-শেখ হান্নান।
নাট্যকার ও লেখক।

error: Content is protected !!