হোম » সাহিত্য » বন্দী বিহঙ্গ

বন্দী বিহঙ্গ

বন্দী বিহঙ্গ 
-শাহজাহান সিরাজ সবুজ 
আমি এক ডানাভাঙা বন্দী বিহঙ্গ,
শুনে যাও আমার আত্মকাহিনী।
হারিয়েছি আমার আপন ঠিকানা,
খুঁজে পাইনা ঘর- দুয়ার।
মনেতে জেগেছিলো আবেগের ঝড়,
সেই আবেগে দিয়েছিলাম উড়াল,
বুঝিনি ঝড়ের গতিপ্রকৃতি,
ডানাভেঙে মাটিতে আছড়ে পড়ি।
ধরা পড়ি এক মায়াবী শিকারীর হাতে,
সেই থেকে অদ্যাবধি বন্দী আমি।
শিকারীর ইচ্ছেতে নাচি- গাই,
নিজের কোনো অধিকার নাই।
শিকারী আমায় যেমনি নাচায়,
তেমনি নাচি হায়!
সোনার খাঁচায় বন্দী আমি।
হারিয়েছি আপন ভাষা, চিন্তাশক্তি,
শিকারীর ভাষায় বাক-বাকুম করি!
চোখেমুখে ছিলো কতো স্বপ্ন সাধনা,
বিলীন হইয়াছে আজ সবি তাহা।
আমি এক হৃদয়ভাঙা বন্দী বিহঙ্গ,
আঁখিজল মুছে কাঁদি গোপনে।
আমি এক দিশেহারা বন্দী বিহঙ্গ,
কতকাল দেখিনা মুক্ত পৃথিবী,
কতোদিন উড়ি না মুক্ত আকাশে,
নিশ্বাস নেই না মুক্ত বাতাসে।
খাঁচার চৌহদ্দির মাঝে করি বসবাস,
এমন বন্দী জীবন চাইনা আমি।

error: Content is protected !!