হোম » প্রধান সংবাদ » সংক্রমণ বাড়লে লকডাউনের পরিকল্পনা রয়েছে – স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণ বাড়লে লকডাউনের পরিকল্পনা রয়েছে – স্বাস্থ্যমন্ত্রী

আওয়াজ অনলাইনঃ করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সরকারের নতুন নির্দেশনা জারি করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বেলা দুইটায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের বিদায় ও নতুন সচিব স্বাস্থ্য শিক্ষা বিভাগ সাইফুল হাসান বাদলের যোগদান অনুষ্ঠানে এ নির্দেশনার কথা জানান তিনি।

তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে হোটেল ও রেস্তোরাঁয় ভোক্তা ও বিক্রেতা উভয়কেই মাস্ক পরতে হবে। সেইসাথে ভোক্তাদের অবশ্যই সবসময় টিকাকার্ড বহন করতে হবে।

মন্ত্রী আরও জানান, সামনে দোকানপাট রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হবে।

এছাড়াও যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। তা করলে জরিমানা গুনতে হবে। সেইসাথে যানবাহনে অর্ধেক যাত্রী নেবার নির্দেশনা থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই ১৫ দিনের পরিবর্তে সাতদিন সময় দিয়ে নির্দেশনা বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে।

লকডাউন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংক্রমণ বাড়লে লকডাউনের পরিকল্পনা রয়েছে। তবে, আপাতত লকডাউন দেওয়ার চিন্তাভাবনা নেই সরকারের।

আগেরদিন সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী হোটেল-রেস্তোরাঁয় মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা জানিয়েছিলেন।

কোন কোন ক্ষেত্রে কেমন কড়াকড়ি আসছে, তা ১৫ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

error: Content is protected !!