হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে  জমে উঠেছে বিভিন্ন ধরনের  চারা গাছের বেচা-কেনা

রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে  জমে উঠেছে বিভিন্ন ধরনের  চারা গাছের বেচা-কেনা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে বিভিন্ন ধরনের চারা গাছের বেচাকেনা।এখন চলছে বর্ষাকাল।আর তাছাড়া এখন চারা গাছ লাগানো উপযুক্ত সময় মনে করছেন উপজেলার বিভিন্ন হাটবাজারে চারা গাছ কিন্তে আশা অনেকেই।উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়,সকল শ্রেনীর মানুষই বিভিন্ন জাতের চারা বিভিন্ন হাটবাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন হাটবাজারের পাশাপাশি গতকাল মঙ্গলবার হাটপাঙ্গাসি বাজারে  গিয়ে দেখা যায়,কৃষক থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষ যে যার মতো করে প্রয়োজন অনুযায়ী  হাটে থেকে গাছের চারা কিনছেন।উপজেলার ইসলামপুর গ্রামের মাওলানা মোঃমোখলেছুর রহমান জানান,বাজারে আম,জাম,কাঁঠাল,লিচু,পেয়াড়া সহ বিভিন্ন ফলফলাদি সব সময় তো আর পাওয়া যায় না,তাই হাটে এসেছি কিছু চারা গাছ কিনতে।তাছাড়া ভবিষ্যতেও অনেক উপকারে আসবে এই গাছ।আমি আমার বাড়ির আঙ্গিনায় চার পাশে প্রতি বছরের এই সময়ে সাধ্যমতে চারা গাছ লাগানোর চেস্টা করে থাকি।

error: Content is protected !!