হোম » প্রধান সংবাদ » সাংবাদিক ডালিমকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

সাংবাদিক ডালিমকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিমকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক চাষী রমজনের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুর রহমান চঞ্চল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জাগো নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি সালাউদ্দিন কাজল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, সাংবাদিক শেখ শহিদ, সাংবাদিক নুর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জীবননগর প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জয় নিউজ সেভেনের প্রধান সম্পাদক এম.এ.আর.নয়ন, দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর প্রতিনিধি মুকুল হোসেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জীবননগর প্রতিনিধি এম.এইচ.সম্রাট, আকাশ খবর পত্রিকার প্রতিনিধি মুতাছিন বিল্লাহ, সময়ের সমীকরণ পত্রিকার উথলী প্রতিনিধি রাসেল হোসেন মুন্না, সীমান্ত ইউনিয়ন প্রতিনিধি মফিজ উদ্দিন,
সময়ের সমীকরণ প্রতিনিধি শাকিল, সাপ্তাহিক জীবননগর বার্তার প্রতিনিধি অর্পন রকি, সাংবাদিক রমজান আলী, সাংবাদিক রিপনসহ জীবননগর উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে সাংবাদিক সোহেল রানা ডালিমের উপর নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, সোমবার (১৬ই আগস্ট) রাত পৌনে ৮টার সময় মোটরসাইকেলযোগে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা অফিসে যাওয়ার সময় পথিমধ্যে চুয়াডাঙ্গা পৌরশহরের ইমার্জেন্সি রোডের আব্দুল্লাহ সিটির সামনে হামলার শিকার হন সাংবাদিক সোহেল রানা ডালিম। ওই সময় তার পিঠে ধারালো অস্ত্রের পোঁচ মারা হয়। সেখান থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগে তাকে পুনরায় উপর্যুপরি কোপায় ওই একই
দল। খবর পেয় স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত হয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় তড়িৎ পদক্ষেপ নিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা পৌরশহরের ইমার্জেন্সি রোড এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে রাজু আহমেদ (২৪), ফেরীঘাট রোড এলাকার আব্দুল সাত্তারের ছেলে জান্নাত হোসেন (২৩) এবং একই এলাকার নজরুল লতিফের ছেলে আল মমিন (২২)।
error: Content is protected !!