হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জে কয়েকদিনের বৃস্টিতে মানুষের ভোগান্তি

রায়গঞ্জে কয়েকদিনের বৃস্টিতে মানুষের ভোগান্তি

মোঃমোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ- সারা দেশের মতো গত বুধবার থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জেও লকডাউন শিথিল হয়েছে।লোকজন ঘরবন্দী অবস্হা থেকে কর্মস্হলে যাওয়া শুরু করেছে।দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসছেন যে যার দোকানে।কিন্তু সব জল্পনা-কল্পনার বিড়ম্বনার সৃস্টি করছে গত বেশ কয়েকদিনের গুড়ি গুড়ি বৃস্টি।উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতা সৃস্টি হচ্ছে।এতে করে

 

মানুষের যাতায়াতের ভোগান্তি বাড়ছে।গত শুক্রবার প্রায় সারারাত হয়েছে গুড়ি গুড়ি বৃস্টি।এদিকে গত শনিবার উপজেলার ধামাইনগর,ঘুরকা,ধুপিল,সোনাখাড়া,চান্দাইকোনা,ব্রম্যমগাছা,ধানগড়া,নলকা,পাঙ্গাসিসহ বিভিন্ন এলাকা গুড়ে দেখা গেছে,অধিকাংশ রাস্তাঘাট,হাটবাজারের বিভিন্ন অলি-গলিতে পানি জমে আছে।এতে করে মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।আবহাওয়া অফিস সুত্রে জানা যায়,আগামি কয়েকদিন বিখ্যিপ্তভাবে মাঝাড়ি থেকে ভারী বৃস্টিপাত হতে পারে।

error: Content is protected !!