হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস পালনঃ

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস পালনঃ

মোঃহাসান আলীবালিয়াডাঙ্গী প্রতিনিধি: উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গী কর্তৃক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  পালিত হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০.০০ টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধ সংলগ্ন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন,
বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি দপ্তর ও অন্যান্য সংগঠন। এরপর সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। সকাল ১০.৪৫ টায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদ ও জীবিত সদস্যদের জন্য মোনাজাত ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়। অত:পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১২.০০ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত  সভাপতি জনাব  মোহাম্মদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আব্দুস সোবহান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ নাসিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাবিবুল হক প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জনাব আজমল আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভার পরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি  ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২.৩০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০১ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। দুপুর ১২.৪৫ টায় উপজেলা পাট কর্মকর্তার পক্ষ থেকে ২০০ জন কৃষকের
মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এরপর দুপুর ০১.০০ টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে দুপুর ০১.৩০ টায় বৃক্ষরোপণ করার মাধ্যমে দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।

Loading

error: Content is protected !!