হোম » প্রধান সংবাদ » জামালপুরে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

জামালপুরে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

রবিউল হাসান লায়ন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধায় জামালপুর জেলার সর্বত্র নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার
মো. মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জামালপুর প্রেসক্লাব সভাপতি
হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখা, সদর উপজেলা প্রশাসনসহ বিজিবি, পিবিআই, ফায়ারসার্ভিস, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও
সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকাল ৮টায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ
করে বিনম্র শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Loading

error: Content is protected !!