হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় কৃষকলীগ নেতা বিরোধপূর্ণ পুকুর দখলের চেষ্টা

উল্লাপাড়ায় কৃষকলীগ নেতা বিরোধপূর্ণ পুকুর দখলের চেষ্টা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদালতের আদেশ উপেক্ষা করেই পুকুর দখলের পায়তারা করছে কৃষকলীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের পূর্ব-বামন গ্রামের শাহাদাত হোসেন।

জানা যায় লাহিড়ী মোহনপুর ইউনিয়নের পূর্ব-বামনগ্রাম মৌজার শাহাদাতের পুকুর যারা জেএল – ২১৪, আর.এস খং- ৪৮, আর.এস দাগ- ১৭২, এবং পুকুরের পরিমান- ২৬ শতক। এই পুকুর নিজের দাবি করে কৃষকলীগ নেতা জিন্নাহ জোরপূর্বক মাছ ধরতে গেলে পুকুরের মালিক শাহাদাত বাঁধা দেয়। পরবর্তী উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শান্তির লক্ষে পুকুরের মালিক শাহাদাত আদালতের আশ্রয় নেয়। আদালত উভয়পক্ষের শান্তির লক্ষে ১৪৪ আদেশ দেয়। গত (শনিবার) ২০ মার্চ আদালতের আদেশ উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে শাহাদাতের পুকুর শ্যালো

দিয়ে সেচ কার্য করতে থাকে। পরে শাহাদাত থানায় অভিযোগ দেয়। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দিনে পুলিশ শ্যালো-মেশিন বন্ধ করে দিয়ে এসেছে। সরকারি ভাবে লিজ নেওয়া পুকুরটির ভিতরে শাহাদত হোসেনের পুকুর হওয়ায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি উল্লাপাড়া ভুমি অফিস কর্তৃপক্ষকে জানিয়েছি।

error: Content is protected !!