হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে আওয়ামীলীগের সম্মেলনে দুই গ্র“পের সংঘর্ষ : নিহত ১

সিরাজগঞ্জে আওয়ামীলীগের সম্মেলনে দুই গ্র“পের সংঘর্ষ : নিহত ১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে ইউনিয়ন সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্র“পের সংঘর্ষে পথচারি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। নিহত আব্দুল জলিল (৩৮) থানার আজগড়া গ্রামের আবু সাইদের ছেলে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৪টি মোটরসাইকেল ভাংচুর ও
ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার দিন ব্যাপী এনায়েতপুর থানার

 

সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠে। প্রথমার্ধে আলোচনা সভা শেষে বেলা ৩ টার দিকে দ্বিতীয় পর্যায়ে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ২ জন
এবং সাধারন সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্ধীতা করে। সভাপতি পদে সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টারকে হারিয়ে ডাঃ শাহাদত হোসেন তালুকদার ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিকে হারিয়ে বুদ্দু বিজয়ী হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে নতুন সভাপতি/সম্পাদকের পক্ষে আজগড়ার বদিউজ্জামান বদি ফকিরের সমর্থকদের সাথে পরাজিত প্রার্থী দ্বয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরন ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই এক

 

পর্যায়ে উরুতে ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত হয়ে আজগড়া জামাত মোড় এলাকার পথচারি জলিল মারা যায়। এছাড়া উভয় পক্ষের আরো কয়েকজন আহত হয়। তখন ৪টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের খামারগ্রাম ডিগ্রী কলেজের রাস্তার উপর থেকে ধারালো অস্ত্রের
আঘাতে নিহতের লাশ উদ্ধার করেছি। কিভাবে ঐ ব্যক্তি মারা গেছে আমরা প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পারিনি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে।

Loading

error: Content is protected !!