হোম » প্রধান সংবাদ » ভালুকায় মানবতার সেবায় নিজ উদ্যোগে সাঁকো নির্মাণ করলেন ইউপি সদস্য ও ওয়ার্ড কৃষকলীগ।

ভালুকায় মানবতার সেবায় নিজ উদ্যোগে সাঁকো নির্মাণ করলেন ইউপি সদস্য ও ওয়ার্ড কৃষকলীগ।

আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকায় মানবতার সেবায় নিজ উদ্যোগে কাঁশরের ভুতুইল্লায় ৫০০/৬০০ মানুষের খাল পাড় হওয়ার জন্য যাতায়াতে কাঠ ও বাঁশের সাঁকো তৈরী ও নির্মাণ করে দিলেন ১০নং হবিরবাড়ীর ইউপি সদস্য,বিশিষ্ট সমাজ সেবক,জহিরুল হক বিল্লাল এবং ৬নং ওয়ার্ড কৃষকলীগের নেতাকর্মীরা।উপজেলার শিল্পাঞ্চল সম্মৃদ্ধ হবিরবাড়ীর ইউনিয়নের কাশর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল ব্যতিক্রমী পরিশ্রমী পরিকল্পনার একজন ইউপি সদস্য।

তিনি মানবতার সেবায় এগিয়ে নিজ উদ্যোগে মানুষের বিভিন্ন সেবা ও সহযোগিতার মাধ্যমে সেবা করে আসছেন গত কয়েক যুগের বেশী সময় ধরে।বর্তমানে সেই ধারাবাহিকতায় সাঁকোটি জনগনের সুবিধার জন্য নির্মানে বিশেষ সহযোগিতা করেছেন।এ কাজ করার পর থেকে সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা সহ অনেকে  ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল এবং ৬নং ওয়ার্ড  কৃষক লীগের নেতাকর্মী সহ মোঃ আজিজুল,মোঃ মালেক,মোঃ জাফর,মোঃ কাশেম সহ  ছাত্রলীগের মোঃ রায়হান,মোঃ সোহেল সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন অনেকে।

ঠিক এভাবেই কৃষকলীগের প্রতিটি নেতাকর্মী মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বলেও জানান অনেকে।ঐ খালে ছোট একটি ব্রিজ না থাকার কারণে প্রায় ৫০০/৬০০ মানুষের যাতায়াত কষ্ট হচ্ছে।তাই স্থানীয় জনগণ ওই এলাকার উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান কাছে এই ব্রীজ,কালবার্ট নির্মানে দৃষ্টি আকর্ষণ করেছেন।

Loading

error: Content is protected !!