হোম » প্রধান সংবাদ » ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজের উপর কাটা পড়ে ঐ নারীর মৃত্যু হয়। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ওই নারী আত্রাইয়ের বিভিন্ন স্থানে থাকতেন। তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে।

Loading

error: Content is protected !!