হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাতীবান্ধায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে । এ সময় ৮৬১৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের বীজ ও সার দেয়া হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
পরে গম, ভুটা, পেয়াজ, চিনা বাদাম, সরিষা, মরিচ, মসুর, খেসারী, মুক,ডাল টমেটো,ও সূর্যমুখী বীজ সহ রাসায়নিক সার কৃষকদের হাতে তুলে দেন প্রধান অতিথি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা উমর ফারুক, কৃষিসম্প্রসারন কর্মকর্তা আরিফুর রহমান, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।

Loading

error: Content is protected !!