হোম » প্রধান সংবাদ » সুনামগঞ্জে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা সম্পন্ন

সুনামগঞ্জে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা সম্পন্ন

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে :  সুনামগঞ্জে জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষন ভবনে জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান,স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে এই অবহিতকরন সভ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিশ^জিৎ চক্রবর্তী, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রদীপ কুমার চক্রবর্ত্তী।  সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন,সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,স্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা প্রকল্পের পরিচালিত জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন এর সার্বিক সফলতা কামনা করেন।

Loading

error: Content is protected !!