হোম » প্রধান সংবাদ » বগুড়া শেরপুর সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ 

বগুড়া শেরপুর সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ 

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর রানীর হাট বাজারে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে এলাকার প্রভাবশালী ক্যাডার দ্বারা সংবাদ সংগ্রহে বাধা এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রানীর হাট বাজার স্থলে  সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের নিবাসী শ্রী ভবানী সরকারের মেয়ে শ্রীমতি অনিতা রানী বালা( ২২) তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার বাবার সঙ্গে জ্বর সর্দি কাশির জন্য বিশালপুর ইউনিয়নের সিরাজনগর হাসা গাড়ি গ্রামের মৃত দয়াল সাহা এর ছেলে হোমিও ডাক্তার শ্রী তোতা সাহার নিকট ১৩/০৯/২০২০ তারিখে চিকিৎসা নিতে আসে। ডাক্তার শ্রী তোতা সাহা করোনাকালীন এর সময় সর্দি-জ্বর কাশির জন্য সু পরামর্শ না দিয়ে তিনি নিজেই চিকিৎসা দেন, তার চিকিৎসার ঔষধ খেয়ে শ্রী অনিতা রানী বালা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে এমন অবস্থায় তার রক্তক্ষরণ শুরু হয়। অবশেষে তার তিন মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এই সংবাদ সংগ্রহে তথ্যের জন্য উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি,জাতীয় দৈনিক সমাচার দর্পণ, জাতীয় দৈনিক একুশে সংবাদ এর জেলা প্রতিনিধি তাজুল ইসলাম, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মোত্তালিব সরকার, এশিয়ান টিভির ক্যামেরাপারসন মিলন সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সহ সাংগঠনিক ও মাতৃ জগত পত্রিকা প্রতিনিধি শাহাদত হোসেন, বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি রাকিব সরকার সরোজমিনে গেলে হোমিও ডাক্তার তোতা সরকার ও তার সহযোগী বিশালপুর ইউনিয়নের পাঁচ দেউলী গ্রামের আবুল প্রাং এর ছেলে সরোয়ার হোসেন সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা প্রয়োগ করে এবং হত্যার হুমকি প্রদান করাসহ এশিয়ান টিভির ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা করে বলে জানিয়েছেন সাংবাদিকবৃন্দ। “এই রানীর হাটে পুলিশ আসতে ভয় পায় সেখানে তোদের মত সাংবাদিকদের আসতে সাহস হয় কীভাবে?” বলে ভয় দেখিয়েছেন সরোয়ার হোসেন। এনিয়ে  উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মোত্তালিব সরকার হোমিও ডাক্তার শ্রী তোতা সাহা এবং সরোয়ার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একটি সাধারণ ডায়েরি করেন এ বিষয়ে শেরপুর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন সাংবাদিকরা সাধারণ ডায়েরি করেছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Loading

error: Content is protected !!