হোম » প্রধান সংবাদ »  জীবননগর আন্দুলবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

 জীবননগর আন্দুলবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক সোলাইমান হকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ই আগস্ট) ভোরে আন্দুলবাড়িয়া হাইস্কুলের নিকট এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক সোলাইমান হক উথলী গ্রামের রহিম মিয়ার ছেলে।
তার সাথে থাকা অপর আলমসাধুর চালক জানান, শনিবার ভোরে হারদা চাঁদপুর বিলে মাছ আনতে যাওয়ার জন্য আমরা আলমসাধু নিয়ে উথলী থেকে রওনা হয়। পথিমধ্যে সোলাইমান হক আমার আলমাসাধুটির ওভারটেক করার চেষ্টা করলে রাস্তার গর্তে চাকা পড়ে সে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে।
তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় সোলাইমান হকের মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা আছে। সাংসারিক জীবনে সোলাইমান হক এক কন্যার জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

error: Content is protected !!