হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে ৫ জন নিখোঁজ

সিরাজগঞ্জে যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে ৫ জন নিখোঁজ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবে টাঙ্গাইলের ৫ যুবক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারের জন্য ফারার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছে ফারার সার্ভিস। বুধবার বিকেলে সিরাজগঞ্জের ক্রসবার-৪ এলাকার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজরা হলেন, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল পূর্বপাড়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে মারুফ হাসান (২৬), আব্দুর রশিদের ছেলে হাসিনুর রহমান (৩০), আবুল হোসেনের ছেলে মিজান (২৮), সোহরাব হোসেনের ছেলে শরিফ (১৭) ও কিতাব আলীর ছেলে শাহাদত (১৭)।

নিখোজের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ঈদ উপলক্ষে পিকনিকের আয়োজন করেন ওই গ্রামের ২৭ জন যুবক। বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে ৪ হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিনচালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যান তারা। সেখানে দুপুরের খাবার শেষে গোপালপুরে ফেরার পথে বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের ক্রসবার-৪ এলাকার অদূরে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে বাকিরা সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছালেও ওই পাঁচজন নিখোঁজ হন। এঘটনায় নিখোঁজদের স্বজনরা ভীর করেছে নদী পারে।

error: Content is protected !!