এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ৭টায় বগুড়ার গাবতলী উপজেলায় শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক যুবককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের পার কাঁকড়া ভাঙ্গি পাড়া গ্রামের উজ্জলের স্ত্রীকে প্রতিবেশী এনামুল হকের ছেলে রিফাত ঘটনার দিন সকাল ৭টার সময় তার বাড়ির মধ্যে প্রবেশ করে উজ্জলের স্ত্রীকে শ্লীলতাহানি করেন। প্রতিবেশী লোকজন তখন রিফাতকে আটক করেন। রিফাতকে আটক করার খবর পেয়ে তার বাবা এনামুল হক তার লোকজন নিয়ে এসে রিফাতকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে অমৃত রায়কে এনামুল হক গলাটিপে ও বুকে আঘাত কলে ঘটনাস্থলেই অনিল চন্দ্র রায় এর ছেলে অমৃত রায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সংবাদ পেয়ে গাবতলী থানার পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবক কে গলা টিপে হত্যার বিষয়ে বগুড়া জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
বগুড়ার গাবতলীতে শ্লীলতাহানির প্রতিবাদ করায় এক যুবককে গলা টিপে হত্যা
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)

আরও পড়ুন
রাজশাহীতে ভোটে লড়বেন মনোনয়ন বঞ্চিত দুই সংসদ সদস্য
হারানো বিজ্ঞপ্তি
পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি: কাদের