হোম » প্রধান সংবাদ » চুয়াডাংগায় মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী স্থানীয় শহীদদের স্মরণে প্রতিবছর ৫ই আগস্ট দিবস পালন

চুয়াডাংগায় মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী স্থানীয় শহীদদের স্মরণে প্রতিবছর ৫ই আগস্ট দিবস পালন

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পালন করা হয়েছে। মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী স্থানীয় শহীদদের স্মরণে প্রতিবছর ৫ই আগস্ট দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে ৫ই আগস্ট (বুধবার) সকালে দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের আটকবরে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার, বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক শামসুল আলম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৯৭১ সালের ৫ই আগস্ট পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে চুয়াডাঙ্গার ৮জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা হাসান জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কিয়ামুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা রওশন আলম, বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুদ্দিন আহম্মেদ তারেক।

শহীদদের স্মৃতি স্মরণ করে প্রতিবছর ৫ই আগস্ট চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবরে স্থানীয় শহীদ দিবস পালন করা হয়।

Loading

error: Content is protected !!