মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরে প্রধানমন্ত্রী প্রদত্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন, সাংস্কৃতিক মন্ত্রণালয় ও সমাজসেবার মাধ্যমে এসব চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০ জন ক্রীড়াবিদকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ২০ জনকে ২৪ হাজার টাকার এককালিন চেক প্রদান করা হয়। অপরদিকে করোনা কালে কর্মহীন অসচ্ছল সাংস্কৃতিক কর্মিদের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলায় ৫ হাজার টাকা করে ৯০ জন সাংস্কৃতিক কর্মিকে অনুদানের চেক প্রদান করা হয়। অপর দিকে সমাজসেবা ৭জন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অসুস্থদের চিকিৎসায় ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহ রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।
আরও পড়ুন
নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা
মনোনয়নপত্র দাখিল করেছেন এইচ এম ইব্রাহিম
নোয়াখালীতে বিএনপির নেতারা জেলে কর্মীরা জালে ১০ হাজার নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে