এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে এডিবির ২০১৯-২০ অর্থ বছরের অর্থনৈতিক বরাদ্দের তহবিল থেকে ৭ ইউনিয়নের ১৪ জন অসহায় হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে আজ ২৮জুলাই মঙ্গলবার উপজেলা চত্বরে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ শফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন প্রমুখ।
বিতরণের সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দরিদ্র পরিবারের নারীদের কর্ম সংস্থানের লক্ষ্যে সারা সেলাই মেশিন বিতরণ করছেন। এছাড়াও নারীদের কর্ম সংস্থান বৃদ্ধির লক্ষে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী গ্রহণ করেছেন।
আরও পড়ুন
চকোরিয়াতে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু
স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সামগ্রী বিতরণ
মোহনপুরে একটি বিদ্যালয়ে চুরির অভিযোগে একজন আটক