মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের তিস্তা নদীর উপর রিভার ক্রসিং টাওয়ারের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, রংপুর জোন-এর আওতায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজে ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের তিস্তা রিভার ক্রসিং টাওয়ার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়।
তিনি বলেন, আমি আপনাদের সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। যতদিন বেঁচে থাকবো জনগনের সমস্যা নিরসনে কাজ করে যাবো ইনশাআল্লাহ ।প্রকৌশলী লুৎফর হায়দার চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন নেসেকো লি. রংপুরের প্রধান প্রকেশলী সাহাদৎ হোসেন সরকার, হাতীবান্ধা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল, দেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (প্রাইভেট) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম তালুকদার, হাতীবান্ধা নেসকোর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
ফেনীর দাগনভূঞায়াতে গণমানুষের আওয়াজের ৭ম প্রতিষ্টা বার্ষিকী পালিত,
পোরশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ পালন
মানব সেবায় ছুটে চলেছেন মানবতার ফেরিওয়ালা : মমতাজ আলী শান্ত