হোম » প্রধান সংবাদ » নওগাঁয় পুলিশের বিশেষ   অভিযানে  ৯৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩! মটরবাইক জদ্ব।

নওগাঁয় পুলিশের বিশেষ   অভিযানে  ৯৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩! মটরবাইক জদ্ব।

মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর,(নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী বিভাগের নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে গত কাল ২৫ জুলাই শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে  ১০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গতকাল রাত ১০ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর (সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল আলম,থানার অফিসার ইনর্চাজ মোঃ নজরুল ইসলাম জুয়েল’র নেতৃত্বে এস আই মোঃ নুর-ইসলাম ও এ এস আই আঃ জব্বার গোপন সূত্রে খবর পেয়ে উক্ত মাছ চত্বর এলাকায় অভিযান চালিয়ে আম ভর্তি কাটুন থেকে ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

এ সময় উপজেলার সাগরইল গ্রামের আব্দুল মজিদ এর পুত্র মাদক বিক্রেতা আবদুল মালেক (৩০)একই গ্রামের মৃত জান মোহাম্মদ আলীর পুত্র জুয়েল রানা (৩৫) ও বিল মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলাম এর পুত্র আরমান আলীকে (২০) পুলিশ  গ্রেফতার করে। ঐ সময় তাদের কাছে থাকা একটি মোটর সাইকেল পুলিশ জব্দ করে। পুলিশ সুত্রে জানা গেছে  গ্রেফতারকৃত জুয়েল রানার বিরুদ্ধে আরো ৬ টি মাদক মামলা হয়েছে। গ্রেফতারকৃত ওই জনের বিরুদ্ধে মাদক মামলা রুজু  করে আদালতে পাঠানো খবর থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম জুয়েল প্রতিবেদকে নিশ্চিত করেছেন। খবরটি মুহুত্বের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

error: Content is protected !!