হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গা জেলার জীবননগরের উথলীতে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ

চুয়াডাঙ্গা জেলার জীবননগরের উথলীতে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রাস্তায় চলাচলরত মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকালে উথলী বাসস্ট্যান্ড ও ২নং ওয়ার্ডের আওতাধীন এলাকাসমূহে এই মাস্ক বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর কর্তৃক প্রদত্ত এ মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কফিলউদ্দিন, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলম উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ্যাড শামসুল আরেফিন ভুট্টু, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃ ও কর্মীবৃন্দ। এ সময় কয়েকশত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য অনুরোধ করা হয়

Loading

error: Content is protected !!