মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রাস্তায় চলাচলরত মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকালে উথলী বাসস্ট্যান্ড ও ২নং ওয়ার্ডের আওতাধীন এলাকাসমূহে এই মাস্ক বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর কর্তৃক প্রদত্ত এ মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কফিলউদ্দিন, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলম উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি এ্যাড শামসুল আরেফিন ভুট্টু, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃ ও কর্মীবৃন্দ। এ সময় কয়েকশত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য অনুরোধ করা হয়
আরও পড়ুন
চাটখিলে অবরোধের সমর্থনে মশাল মিছিল
রাজশাহীতে ভোটে লড়বেন মনোনয়ন বঞ্চিত দুই সংসদ সদস্য
জামালপুরে ভূমিদস্যুর অত্যাচার থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন