রবিউল হাসান লায়ন, জামালপুর : তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কাজই হচ্ছে দেশের দু:খী মানুষের পাশে দাঁড়ানো। বানভাসীদের মাঝে সরকার এবং আওয়ামী লীগ খাদ্য সহায়তাসহ সব ধরনের সহযোগিতার হাত বাড়াবে। বন্যার পানি নেমে গেলে কৃষি পুনর্বাসনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর তৈরি, ঘর মেরামত করে দেওয়া হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বিজয়ী জাতি কোনো কিছুর কাছেই হার মানতে পারে না।
তথ্য প্রতিমন্ত্রী জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাদ্য বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া, নলসন্ধা, আওনা ইউনিয়নের কুলপাল, দৌলতপুর, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া, বিন্নাফৌর, মানিকপটল পরে সরিষাবাড়ী অনার্স কলেজ এবং পৌরসভার আশ্রয় নেওয়া বানভাসীদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেন।
প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি মুড়ি, এক লিটার তেল, এক কেজি চিড়া, আধা কেজি গুড়, খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত