হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা ইসমাইলকে পারিবারিক কবরস্থানে দাফন

বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা ইসমাইলকে পারিবারিক কবরস্থানে দাফন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের চকাবীর গ্রামের মৃত ছায়ের উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন (৬৭) গত ২২ জুলাই বিকাল ৩টায় জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …….. রাজেউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৬৭ বৎসর। তিনি জয়পুরহাট ডিসি অফিসে পিয়ন পদে চাকুরী করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে
জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঐ দিন রাত সাড়ে ১২টায় জয়পুরহাট থেকে তার গ্রামের বাড়ী চকাবীর গ্রামে নিয়ে এসে ইসলামী শরিয়ত মোতাবেক তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!